রাফসান

প্রিয় রাজীব ভাই,

শুরুতেই লাখো শুকিরিয়া মহান সৃষ্টিকর্তার কাছে। আমরা আপনার আদরের ছেলে কলিজার টুকরা রাফসানের সফল অপারেশন সম্পন্ন করতে পেরেছি।

বিশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি কারণ সকালে ঘুম থেকে উঠেই আপনার একটা চিঠি পড়ে আমি আবেগে আপ্লুত হয়েছি। অনেকটা লজ্জা পেয়েছি, আমার মত ক্ষুদ্র মানুষটাকে আপনি অনেক বড় করে দেখেছেন বলে।

এবার আসি কি হয়েছিল রাফসানের?

রাফসান মূলত একটি জেনেটিক ডিজঅর্ডারে আক্রান্ত। রোগটির নাম Down syndrome. ডাউন বাচ্চাদের বেশ কিছু জন্মগত ত্রুটি থাকে। বিশেষ করে হার্টের। তার সাথে যুক্ত হয়েছিল এডিনোটনসিলাইটিসের সমস্যা।এ ধরনের বাচ্চাদের অপারেশন করাটা বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু বাচ্চাটার অপারেশন করা জরুরি ছিল কারণ

  • সে হা করে ঘুমাতো
  • মুখ দিয়ে লালা ঝরতো
  • গিলতে কষ্ট হতো
  • ঘুমের মধ্যে শ্বাস কষ্ট হতো

যেহেতু বাচ্চাটি Down syndrome এ আক্রান্ত তাই বেশ কয়েকটি জায়গা থেকে অপারেশন ক্যানসেল (পোস্টপন) হয়েছে।

রাফসান কে যখন আমার চেম্বারে আনা হয়। সত্যি কথা বলতে ওর মধ্যে আমি আমার নিজের ছেলে রাজদিব্য কে দেখছিলাম। ওর নিষ্পাপ মুখখানা দেখে ভীষণ মায়া হচ্ছিলো আমার।

তাইতো সিদ্ধান্ত নিলাম ওর অপারেশনটা আমি করবো।

সেই লক্ষে সকল পরীক্ষা নীরিক্ষা করে এনেসথেশিওলজিস্ট ডাঃ আলীম ভাইকে নিয়ে একটি মেডিকেল বোর্ড করে আমরা রাফসানের অপারেশন করার চুড়ান্ত সিদ্ধান্ত নেই।

মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অপারেশন শেষে রাফসান এখন সম্পূর্ণ সুস্থ এবং ভাল আছে। আসলে জীবনে কখনো কখনো ঝুঁকি নিতে হয়। একটু ঝুঁকি নেওয়ার কারণে রাফসান ফিরে পেয়েছে এক নতুন পৃথিবী।

রাফসান এবং আপনার পরিবারের পাশে থাকতে পেরে আমার ভীষণ ভাললাগছে।

রাফসানের জন্য রইলো এক বুক ভালবাসা।

ডাঃ বাসুদেব কুমার সাহা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইএনটি)
নাক, কান, গলা, মাথা, ঘাড় রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (ইএনটি)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
চীফ কনসালটেন্ট
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড

রাফসান
আমার হাত ধরে রাফসান অপারেশন থিয়েটারে যাচ্ছে
রাজিব ভাইয়ের চিঠি
রাফসানের বাবার চিঠি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *