রোগীদের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই আমি শুরু করেছিলাম “Patients Follow up in House” নামের একটি স্বাস্থ্য বিষয়ক প্রামাণ্যচিত্র। অল্প সময়ে এটি যে এত সমাদৃত হবে আমি কল্পনাও করিনি। আর এটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিবে স্বপ্নেও ভাবিনি।
আজ নেপালের কাঠমান্ডুতে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার আমার হাতে তু্লে দেয় আয়োজক কমিটির প্রেসিডেন্ট।
সত্যি বলছি ডায়াসে গিয়ে যখন আমার প্রিয় বাংলাদেশের পতাকা দুহাতে মেলে ধরেছি আমার প্রতিটি লোমকূপ ভালবাসায় শিহরিত হয়েছে।
আমার দেশের প্রিয়মানুষের জন্যই আমি এই পুরস্কারে ভূষিত হয়েছি।
আজকের এই এ্যাওয়ার্ড টি আমার সকল ভালবাসার রোগীদের জন্য উৎসর্গ করছি।
সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।