Nepal International Excellence Award 2024

“Patients Follow up in House” এবার জিতে নিয়েছে Nepal International Excellence Award 2024.

রোগীদের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই আমি শুরু করেছিলাম “Patients Follow up in House” নামক একটি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক প্রামাণ্যচিত্র। যে চিত্রে আমি তুলে ধরি নাক কান গলার জটিল রোগ থেকে মুক্তির বাস্তব তথ্য চিত্র।

নাক কান গলার বিশেষায়িত চিকিৎসা সেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে আমি ছুটে যাই আমার রোগীদের বাড়িতে, সেখানে গিয়ে তাকে সম্পূর্ণ বিনামূল্যে ফলোআপ করি, চিকিৎসা করি। আমার পরিবার সহ আমি যখন আমার রোগীদের বাড়িতে যাই সত্যি ভালবাসার এক অপূর্ব মায়াজালে জড়িয়ে পড়ি আমি।

প্রতি শুক্রবারের এই আয়োজনের জন্য অধীর অপেক্ষায় থাকে আমার রোগীরা। অনুষ্ঠানের ভিডিও চিত্র আমার ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখে। বিষয় টি আমার ভীষণ ভাললাগে।

সম্প্রতি Nepal Bangladesh Friendship Association এর নজরে আসে আমার এই “Patients Follow up In House” আয়োজনটি। আর তাইতো তারা আমাকে Nepal International Excellence Award 2024 এর জন্য মনোনীত করেন।

উক্ত এ্যাওয়ার্ড গ্রহন করার জন্য আগামীকাল শ্রীলঙ্কা হয়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আগামী ২৯ নভেম্বর রোজ শুক্রবার গ্রান্ড সেলিব্রেশনের মাধ্যমে নেপাল সরকারের মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হবে।

নেপালে লালসবুজের পতাকা উড়াবো আমি ভাবতেই আমার ভীষণ ভাল লাগছে।

এছাড়াও Sleep Surgery র ওপর একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবো।

২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নেপাল ও শ্রীলঙ্কায় অবস্থান করবো।

ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে ইএনটি জরুরী চিকিৎসা সেবা সহ বিশেষজ্ঞ কনসালটেশন যথারীতি চলবে। নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদান করার জন্য আমার এসোসিয়েট কনসালটেন্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাঃ আশিক এলাহি রোগী দেখবেন।

আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *