মিষ্টি মেয়ে মায়ানূর প্রথম যেদিন আমার চেম্বারে এসেছিল ওর চোখ মুখ দুঃখে ভারাক্রান্ত ছিল, কষ্টের কথা গুলো বলতে বলতে চোখ ছলছল করছিল ….
- ছোটবেলা থেকেই কান দিয়ে পুজ পানি ঝরে
- কান ব্যথা করে
- কান চুলকায়
- কান বন্ধ হয়ে থাকে
- শো শো শব্দ হয়
- শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে
- মাথা ব্যথা করে
- মাথা ঘুরায়
এতগুলো সমস্যা নিয়ে মেয়েটা কিভাবেই বা চলতে পারবে। তাইতো ঠিক মত পড়ালেখা করতে পারছিল না।
দিন দিন মানসিক ভাবে ভেঙ্গে পড়ছিল, অনেক জায়গা থেকে চিকিৎসা করেছে। ফলাফল ভাল আসছিল না, কেউ একজন তাকে বলেছে এই কান আর ভাল হবে না এমনকি অপারেশন করলে আরো খারাপ হয়ে যাবে। কথাটা শুনে দিশেহারা হয়ে পড়ে মায়ানূর ও তার পরিবা।
কানের কি রোগ হয়েছিল মায়ানূরের?
মূলত মায়ানূরের মধ্যকর্ণে জীবানুর সংক্রমনে প্রদাহ তৈরি হয়। সেখান থেকে তার বাম কানের পর্দা ছিদ্র হয়ে যায়. যখন কানের পর্দা ছিদ্র থাকে তখন অনবরত ছিদ্র দিয়ে জীবানু মধ্যকর্ণে প্রবেশ করে এবং বার বার সংক্রমন করে। এটা থেকে কানের মধ্যে একটি দীর্ঘ স্থায়ী প্রদাহ তৈরি হয়ে যায়।
এই অবস্থা কে ক্রোনিক অটাইটিস মিডিয়া বলে। Chronic Otitis Media( COM)। সাধারণ জনগণ এটাকে কান পাকা রোগ বলে।
মায়ানূর COM এ আক্রান্ত হয়েছিল
কিভাবে চিকিৎসা করা হলো?
মায়ানূর কে আমি ভালভাবে দেখি, কান পরীক্ষা করি। কানের Otoendoscopy করে দেখি তার Near Total Central Perforation, (কানের পর্দা প্রায় পুরোটাই জীবানু সংক্রমনে ধ্বংস হয়ে গেছে)। CT scan করে দেখি Mastoiditis (মাথার খুলির মধ্যে প্রদাহ) প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কানের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হয়। তারপর তার Cortical Mastoidectomy with Tympanoplasty সার্জারি করা হয়।
অর্থাৎ কানের পর্দা প্রতিস্থাপন ও খু্লির ভিতরের জীবাণু বের করার জন্য Cortical Mastoidectomy করা হয়।
অপারেশনের ফলাফল
অপারেশনের পর মায়ানূর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ছিদ্র কানের পর্দা পূর্ণ হয়ে যায়।
কানের যন্ত্রণাগুলো এক এক করে সব দূর হয়ে যায়।
অনুভূতি
কিছুদিন পর মায়ানূর তার পরিবার সহ আমার চেম্বারে আসে। হাতে তার অনেকগুলো ব্যাগ, কিছু বুঝার আগেই ও বলতে থাকে,
“স্যার আপনি আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনার জন্য আমার নিজের হাতে বানানো এই উপহার সামগ্রী।”
মায়ানূরের মিষ্টি মুখের হাসি দেখে আমি আপ্লূত হয়ে যাই। সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানাই তিনি আমার হাত দিয়ে মায়ানূরে সব কষ্ট দূর করে শতভাগ সুস্থতা ফিরিয়ে দিয়েছেন।
জানতে পারি মায়ানূর নিজেই সুন্দর সুন্দর কেক তৈরি করে..নিজের একটি ফেইসবুক পেইজের মাধ্যমে সেগুলো সেল করে…নিজের পড়ালেখার খরচ নিজেই উপার্জন করে।
এখন সে স্বাবলম্বী।
আমার জন্য সুন্দর ডিজাইনের যে কেক বানিয়েছে তার ওপর যে লেখাটা সে লিখেছে…দেখে তো আমি একদম লজ্জায় পড়ে গেছি…শুধু এতটুকু বুঝেছি এটা ওর বাঁধভাঙা উচ্ছ্বাসের এক অকৃত্রিম অনুভূতি।
ভাল থেকো মায়ানূর
তোমার জন্য রইলো শুভকামনা।
ডাঃ বাসুদেব কুমার সাহা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইএনটি)
নাক, কান, গলা, মাথা, ঘাড় রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
ইএনটি ও হেড নেক সার্জারী বিভাগ
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
চীফ কনসালটেন্ট
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, শান্তিনগর, ঢাকা
২৪.০৩.২০২৪




