কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আমার সহকর্মী অর্থোপেডক্সি কনসালটেন্ট ডাঃ মনির ভাইয়ের ছোট কন্যা যাকে আদোর করে সবাই কুট্টু বলে ডাকে। দীর্ঘ দিন ধরে সে এডিনোটনসিলাইটিস এর সমস্যায় ভুগছিল। কযেক দফায় ঔষধ দিয়ে চিকিৎসা করার পরও তার কষ্ট কমছিল না।অবশেষে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সফল ভাবে তার এডিনোটনসিলেক্টমি সম্পন্ন করি।
কুট্টু এখন সম্পূর্ণ সুস্থ আছে।
পোস্ট অপারেটিভ ফলোআপ গিয়ে দেখি কুট্টু বই পড়ছে, লিখছে, ছবি আঁকছে । দেখে আমার ভীষণ ভাললাগলো। এর পর নিজের হাতে বানানো একটি কাগজের শাপলা ফুল আমাকে উপহার দিলো।
আমি তো পুরাই সারপ্রাইজড!
৩-১৩ বছরের বাচ্চাদের সাধারনত Adenotonsillitis এর সমস্যা হয়ে থাকে কারণ এই সময়ে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
উপসর্গ সমূহ
- মুখ হা করে ঘুমানো
- ঘুমের মধ্যে নাক ডাকা
- শ্বাস কষ্ট হওয়া
- গলা ব্যথা
- গিলতে কষ্ট হওয়া
- খাবারের প্রতি অনিহা
- মুখ দিয়ে লালা ঝরা
- কানে ব্যথা
- বুদ্ধিমত্তার বিকাশ বাধাগ্রস্থ হওয়া
রোগ নির্নয়ের জন্য পরীক্ষা সমূহ
★X ray Nasopharynx lateral view: এক্সরে করানোর মাধ্যমে এডিনয়েডের গ্রেড সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এডিনয়েডের চার টি গ্রেড রয়েছে।
গ্রেড -১, গ্রেড -২ , গ্রেড-৩, গ্রেড-৪
গ্রেড -৩ ,গ্রেড -৪ সাথে হা করে ঘুমানো এবং ঘুমের মধ্যে শ্বাস কষ্ট হলে সাধারণত অপারেশনের প্রয়োজন হয়ে থাকে।
★ রোগী এনেস্থিসিয়ার জন্য উপযোগী কিনা সেজন্য
- CBC,
- S.CREATININE
- RBS
- BT,CT ,BLOOD GROUPING
- HBSAg
- FT4,FT3,TSH
- CXR
- ECG
পরীক্ষা গুলো করানো হয়।
আসুন এডিনোটনসিলাইটিস সম্পর্কে জানি।
ভালরাখি আমাদের ছোট্ট সোনামনিদের।
প্রিয় কুট্টু সোনামনির জন্য রইলো শুভকামানা আর অনেক অনেক আদোর।
কুট্টর বানানো কাগজের শাপলা ফুল টি কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন প্লিজ।



