চিকিৎসা বিজ্ঞান একটি চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত বাড়ছে এর উৎকর্ষতা। সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে চিকিৎসা পদ্ধতি, যুক্ত হচ্ছে নিত্য নতুন সার্জিক্যাল পদ্ধতি। উন্নত বিশ্ব এখন মিনিমাল ইনভেসিভ সার্জারী এবং রোবোটিক সার্জারির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ কাটা কাটি, সেলাই এর বাড়তি ঝামেলা থেকে মু্ক্তি। ত্বকের সৌন্দর্য সংরক্ষণের প্রচেষ্টার প্রতি গুরুত্ব বাড়ছে দিন দিন।
থাইরয়েড সার্জারীতেও এসেছে পরিবর্তন। এখন এন্ডোস্কোপিক পদ্ধতিতে না কেটে গলার থাইরয়েড টিউমার অপারেশন করা যাচ্ছে। বহির্বিশ্বের ন্যায় বাংলাদেশেও সূচনা হয়েছে এই পদ্ধতিতে থাইরয়েড টিউমার অপারেশন। তাইতো বাংলাদেশের এক ঝাঁক তরুন নাক কান গলা বিশেষজ্ঞ, প্রথিতযশা নাক কান গলার আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক স্যারদের সমন্বয়ে গড়ে উঠেছে “Bangladesh Endoscopic Thyroid Surgeon’s Society (BETSS)”.
উক্ত সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাক কান গলা ও হেড নেক সার্জারীর জীবন্ত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাঃ এম.এ মতিন।
জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তরুন প্রতিভাবান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাঃ মাহাবুব আলম। বাংলাদেশে এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জারি কে জনপ্রিয় করার পেছনে ডাঃ মাহাবুবের অবদান অনস্বীকার্য। উক্ত সোসাইটির কালচারাল সেক্রেটারি হিসেবে আমাকে নির্বাচন করায় আমি সোসাইটির শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, প্রিয় সেক্রেটারি, স্যার, ম্যাডামদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই সোসাইটির মাধ্যমে আমরা নিয়মিত সায়েন্টিফিক সেমিনার, লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপের আয়োজন করবো। দেশি বিদেশী এক্সপার্ট প্যানেলের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করবো। গড়ে তুলবো তরুন এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জন। আমরা দেশ মাতৃকার জন্য কাজ করে, প্রান্তিক জনগোষ্ঠির দোড়গোড়ায় পৌছে দিবো এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জারীর সুফল।
আমরা সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
