বাচ্চা

বাচ্চাটির বয়স ১১ বছর। ৬ মাস বয়স থেকেই কানের সমস্যা। কান দিয়ে পুজ পানি ঝরে। তার মধ্যে যুক্ত হয়েছে গলার টনসিলের সমস্যা। বার বার গলায় টনসিলের সংক্রমণ হয়। গলা ব্যথা করে, গিলতে সমস্যা, খেতে সমস্যা। রাতে হা করে ঘুমাতে হয়, কানের শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। পিছন থেকে ডাকলে কিছু শুনতে পায়না। বন্ধুরা তার সাথে খেলে না, তাকে নিয়ে হাসি তামাশা করে। এতটুকুন বাচ্চা কতটা দুর্বিসহ জীবন পার করছে, তা বলে বুঝানো যাবেনা…

আমার চেম্বারে বাচ্চাটির মা নিয়ে আসলে আমি তাকে সময় নিয়ে দেখি। পরীক্ষা নীরিক্ষা করে নিশ্চিত হই তার এডিনোটনসিলাইটিস এর সমস্যা হয়েছে। বার বার সংক্রমনের জন্য তার মধ্য কর্ণে ইনফেকশন হয়ে দুটি কানের পর্দাই ছিদ্র হয়ে গেছে। এর ফলে বাচ্চাটির শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে।

এই রকম অবস্থায় গলার সম্যাটির সমাধান আগে করতে হয়।

যে কারণে তার এডিনোটনসিলেকটমি সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে নির্দিষ্ট বয়সে কানের পর্দা প্রতিস্থাপন করা হবে।

অপারেশনে যাওয়ার পূর্বে বাচ্চাটি কেঁদে কেঁদে যখন বলছিল, “স্যার আমি ভাল হয়ে যাবো তো!” ভিতরটা আমার কেঁপে উঠছিল। ভাল করার মালিক তো ঐ একজনই। আমরা শুধু চেষ্টা করতে পারি। সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন যাতে ওপরওয়ালা তাকে সুস্থতা ফিরিয়ে দেয়।

সতর্কতাঃ

বাচ্চাদের এডিনোটনসিলাইটিসের সমস্যা থাকলে দ্রুত একজন ইএনটি স্পেশালিষ্ট এর পরামর্শ গ্রহণ করুন।

চিকিৎসা না করালে মধ্য কর্ণের প্রদাহ থেকে কান পাকা রোগ ( COM) হতে পারে, কানের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *